বিনোদন ডেস্কঃচলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও সংসদ সদস্যআলমগীর হোসেন কাঞ্চনবর্তমানে শারীরিক অসুস্থতায় ভুগছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই গুণী শিল্পী। তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জনের মাঝেই মুখ খুললেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। শনিবার (১১ অক্টোবর) একান্ত সাক্ষাৎকারে রোজিনা বলেন,“কাঞ্চন ভাই এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। আল্লাহর রহমতে অবস্থা স্থিতিশীল। আমরা নিয়মিত খোঁজ রাখছি, তার দ্রুত সুস্থতা কামনা করছি।” তিনি আরও জানান, কাঞ্চনের পাশে পরিবার, সহকর্মী এবং ভক্তরা সবসময় আছেন। সবার দোয়া ও ভালোবাসায় কাঞ্চন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কাঞ্চনের অসুস্থতার খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। চলচ্চিত্রাঙ্গনের সহকর্মীরা প্রতিদিন খোঁজ নিচ্ছেন...