জুলাই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করার পর এর বাস্তবায়ন নিয়ে যখন জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলছিল, তখন বিক্ষোভ কর্মসূচি দিয়ে রাজপথে নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ছয়টি দল। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু করাসহ অভিন্ন পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামা দলগুলো বলছে, এটি সরকারের ওপর চাপ সৃষ্টির পাশাপাশি জনমত গঠনে তাদের ‘কৌশল’। কিন্তু ক্ষমতায় যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং যে সরকার বলছে, রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে গৃহীত যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে তারা রাজি, তখন প্রশ্ন ওঠেছে—এই আন্দোলন কী বর্তমানে দেশে ক্রিয়াশীল সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিকে চাপে ফেলার একটি কৌশল? এই কৌশল নির্বাচন ও আগামী দিনের রাজনীতিতে কী ধরনের প্রভাব তৈরি করবে, এমন আলোচনাও আছে জনপরিসরে। নিজের...