নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সদ্য গঠিত রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) জোট গঠনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে দর কষাকষি করছে। তবে, দলটি একটি স্বতন্ত্র মধ্যপন্থী অবস্থান বজায় রাখতে তৃতীয় জোট গঠনের দিকে বেশি ঝুঁকছে বলে জানা গেছে। এনসিপি গত ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে প্রতিষ্ঠিত হয়।এটি ছাত্র নেতৃত্বাধীন একটি রাজনৈতিক দল, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম।এনসিপি নিজেদেরকে আওয়ামী লীগ ও বিএনপির মতো ঐতিহ্যবাহী দলগুলোর বাইরে একটি বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চায়। বিএনপি ও জামায়াত উভয়ই এনসিপিকে জোটে টানার চেষ্টা করছে। তবে, এনসিপির ভেতরে এই দুটি দলের সাথে জোট গঠন নিয়ে নানা আলোচনা ও হিসাব-নিকাশ চলছে। এনসিপির নেতারা মনে করেন, যদি তারা বিএনপির সাথে জোট করে, তবে বিএনপি মনোনীত...