আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন হলো ১১ অক্টোবর। বিশ্বজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে জাতিসংঘ ২০১২ সালে তার সদস্য রাষ্ট্রগুলোর জন্য প্রতিবছর এই দিনটিকে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস হিসাবে ঘোষণা করে। এই ঘোষণার পর জাতিসংঘের পক্ষ থেকে সদস্য রাষ্ট্রসমূহকে ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সময়কালকে আন্তর্জাতিক কন্যা শিশু সপ্তাহ পালন করতে উদ্বুদ্ধ করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো, “আমি যে মেয়ে, আমি যে পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছি; সংকটের সম্মুখ সারিতেও যে আমরাই।“ অন্যদিকে গত ৩০ সেপ্টেম্বর ছিল জাতীয় কন্যা শিশু দিবস। ২০০৩ সালে কন্যা শিশুদের সুরক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যা শিশু দিবস ঘোষণা করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “ আমি কন্যা শিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।“ দেশের খুব সীমিত সংখ্যক...