১২ অক্টোবর ২০২৫, ০৭:২৫ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৭:২৫ পিএম আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মোকাবেলায় দক্ষিণ আফ্রিকাকে বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্বাদ পেয়েছে নামিবিয়া। গতরাতে টি-টোয়েন্টি সিরিজের একমাত্র ম্যাচে নামিবিয়া ৪ উইকেটে হারিয়েছে প্রোটিয়াদের। এনিয়ে চতুর্থবার আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে টি-টোয়ন্টিতে জয়ের নজির গড়ল নামিবিয়া। এর আগে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে হারিয়েছে নামিবিয়া। উইন্ডহকে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ১ রানে আউট হন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কুইন্টন ডি কক। তিন নম্বরে নামা রেজা হেনড্রিক্সও সুবিধা করতে পারেননি। ৭ রানে থামেন তিনি। ২৫ রানে ২ উইকেট পতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু মিডল অর্ডারে বড় কোন জুটি না হওয়ায় ৮২ রানে ষষ্ঠ উইকেট হারায়...