লাহোরে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৫৪০ বল, মানে ৯০ ওভার। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা দাপট দেখিয়েছে মাত্র ১৬টি বলে। চা বিরতির আগে ও পরে ১৬ বলে কোনো রান খরচ না করে পাকিস্তানের ৩ উইকেট তুলে নেন দুই স্পিনার সেনুরান মুতুসামি ও সাইমন হারমার। বাকি সময়টাতে দাপট দেখিয়েছে পাকিস্তানই। তবে দলীয় ১৯৯ রানেই পরপর ইমাম-উল-হক, সৌদ শাকিল ও বাবর আজমকে হারানোয় দিন শেষে পাকিস্তানের রানটা খুব বড় হয়নি। শান মাসুদের দল প্রথম দিন শেষ করেছে ৫ উইকেটে ৩১৩ রানে। প্রথম দিন শেষে সালমান আগা ৫২ ও মোহাম্মদ রিজওয়ান ৬২ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিনে নিশ্চয়ই দুজনে চাইবেন পাকিস্তানের সংগ্রহটা ৫০০ রানের আশপাশে নিয়ে যেতে। দক্ষিণ আফ্রিকার চাওয়াও হবে যত দ্রুত পাকিস্তানকে অলআউট করা। কারণ, লাহোর টেস্টের প্রথম দিনেই...