আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা কাউকে এবার আর দায়িত্ব দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।রবিবার সচিবালয়ে সংশ্লিষ্ট সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। সভায় জানানো হয়, নির্বাচনে প্রায় দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি আনসার ও ভিডিপির সদস্য থাকবে ৫ লাখ ৮৫ হাজার।বিজিবির ৩৩ হাজার সদস্য প্রায় ১১০০ প্লাটুনে মোতায়েন থাকবে, আর সশস্ত্র বাহিনীর প্রায় ৮০ হাজারেরও বেশি সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের এবার যথাসম্ভব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।”তিনি আরও জানান, পাহাড়ের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া পুলিশের কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব...