কুড়িগ্রামের উলিপুরে জনপ্রিয় বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং সুষ্ঠো ও সফলভাবে সম্পন্ন হয়েছে। পুরো আয়োজন ঘিরে গত তিনদিন ধরে নানা জল্পনা কল্পনা ও সকল বাধা উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ইত্যাদির ফাইনাল শুটিং পর্ব। বিভিন্ন স্তরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা ও উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ প্রশাসনের সতর্ক তদারকির ফলে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে গতকাল শনিবার সন্ধ্যা ৬ টা থেকে শুরু করে রাত ১২ টার মধ্যেই সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান শুরুর সময় সন্ধ্যা ছয়টার দিকেই উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ মাঠে সাজানো প্রায় ৬ হাজার চেয়ারের আসন দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতকে এক নজর...