বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ১২ অক্টোবর, ২০২৫, ১৮:০৯:০০ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। সিরাজগঞ্জ: বেলকুচি উপজেলায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে চালা-মুকুন্দগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা খাতুন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। এ টিকা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে টাইফয়েড সংক্রমণ থেকে সুরক্ষা দেয়।”এ...