গতকাল ১১ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্টে তানজীব সারোয়ার ও সাবার আংটি বদলের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তানজীব নিজেই। তানজীব বলেন, আমাদের আংটি বদল হয়েছে। ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় ছোট পরিসরে পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠান করা হয়। সবাইকে জানানো হয়নি, বিয়ের সময় জানাব। এখনো বিয়ের তারিখ ঠিক হয়নি, কারণ কনের দিক থেকে আনুষ্ঠানিক অনুমোদন প্রক্রিয়া চলছে। কনে সম্পর্কে তানজীব বলেন, আমাদের সম্পর্কটা বেশ আলাদা। ও সেনাবাহিনীর কর্মকর্তা, আমি গায়ক। পৃথিবীতে এমন মিল খুব একটা দেখা যায় না। ও লং কোর্স করেছে, এখন লেফটেন্যান্ট পদে রয়েছে। ওদের বাড়ি ঢাকার ওয়ারীতে। অ্যারেঞ্জ ম্যারেজের আগেই সাবার সঙ্গে পরিচয় ছিল জানিয়ে তিনি বলেন, ‘ওর সঙ্গে কথা হতো মাঝে মাঝেই। একসময়...