শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ কমিশনার (এসি) জামাল উদ্দিন ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ভুক্তভোগী বর আরিফুল ইসলাম বলেন, শনিবার রাত দেড়টার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বউ নিয়ে ঘরে আসি। কিছুক্ষণ পর একটি হায়েস গাড়িতে মুখে মাস্ক পরা অস্ত্র হাতে ৮-১০ জন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকে তল্লাশির কথা বলে। এ সময় নতুন বউসহ বিয়েতে আসা নারী অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, উপহারসামগ্রীসহ নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। তাদের অভিযোগ, পুলিশের মোবাইল টিম ঘটনাস্থল থেকে ১০ ফুট...