শ্রমিক গ্রেপ্তার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের ৫ জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে।অনির্দিষ্টকালের এ কর্মসূচি চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশে ঢাকা-ময়মনসিংহ রুটের সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা মোটরযান মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন। রোববার (১২ অক্টোবর) ভোর থেকে ময়মনসিংহ থেকে শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইলসহ হালুয়াঘাট ও পূর্বধলা অভিমুখী সব সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সারা দেশের সঙ্গে ময়মনসিংহ বিভাগের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শ্রমিকরা রবিবার সকালে পরিবহন শ্রমিকদের কর্মসংস্থানের নিশ্চয়তার দাবীতে অনশন ধর্মঘট।মিথ্যা অপবাদে শ্রমিকের পেটে লাথি মারা মানবো না। ষড়যন্ত্র করে গাড়ী বন্ধ করা চলবে না। ষড়যন্ত্রকারীদের গ্রেফতার, শ্রমিক ও যাত্রী হয়রানি থেকে মুক্তির দাবিতে ব্যানার টানিয়ে অবরোধের ডাক দেন। নাম প্রকাশ না...