মুহাম্মদ ইউনূসের ভোটার এলাকা স্থানান্তরের কাজ গত ফেব্রুয়ারিতে সারা হলেও আট মাসের মাথায় রোববার তা সাংবাদিকরা জানতে পারেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়। এ সময় নতুন ভোটার যুক্ত করার পাশাপাশি মৃতদের নাম বাদ দেওয়া এবং স্থানান্তরের আবেদন নেওয়া হয়। ইসি কর্মকর্তারা জানান, ফেব্রুয়ারিতে গুলশানা উপজেলা/থানা অফিসারের কাছে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন মুহাম্মদ ইউনূস। ১৭ ফেব্রুয়ারি ইসির এনআইডি উইং মহাপরিচালক তা অনুমোদন করেন এবং পরদিনই তা সংশোধন করে তথ্য হালনাগাদ করা হয়। মুহাম্মদ ইউনূস মিরপুরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স, প্রধান কার্যালয়ের ঠিকানায় ভোটার হয়েছিলেন। তার নতুন ভোটার এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে পড়েছে। ভোটার হওয়ার সময় নাগরিকদের বর্তমান ঠিকানায় ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হয়। ভোটের সময় ওই ঠিকানা...