আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন জুলাই আন্দোলনের সময় কথা না শুনলে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে সব বেসরকারি টিভি চ্যানেল বন্ধ করে দিতে বলেছিলেন ‘গ্যাং অব ফোর’ (ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, আনিসুল হক)। রোববার (১২ অক্টোবর) শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা জানান। চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেন, প্রতিদিন সন্ধ্যায় কোর কমিটির মিটিং হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। এছাড়া জুনায়েদ আহমেদ পলককে ইন্টারনেট বন্ধের সরাসরি নির্দেশও দেওয়া হয়। তবে ‘গ্যাং অব ফোর’ পলককে সরাসরি নির্দেশ দেন যদি আন্দোলনে টিভি চ্যানেলগুলো সরকারের কথামত না চলে, তবে যেন তা বন্ধ করে দেওয়া হয়। এর আগে, রোববার সকালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের...