মহেশখালীতে ভ্রমণপিপাসু পর্যটক ও ধর্মপালনকারী পূজারীদের দুর্ভোগ যেন শেষ হচ্ছে না। আবারও কক্সবাজার থেকে সরাসরি মহেশখালী আদিনাথ জেটিঘাটে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে প্রভাবশালী ইজারাদার চক্র। এতে একদিকে দর্শনার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে, অন্যদিকে সরকারের বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে আদিনাথ জেটিঘাট। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কক্সবাজার জেটিঘাট তদারকি করলেও স্থানীয় একটি প্রভাবশালী চক্র ৬ নম্বর জেটিঘাটে প্রভাব খাটিয়ে কক্সবাজার থেকে আদিনাথ জেটিঘাটে সরাসরি ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে। সূত্র জানিয়েছে, অতীতে কক্সবাজার ৬ নম্বর ঘাট থেকে মহেশখালীর আদিনাথ ঘাটে যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট চলাচল করত। তবে হঠাৎ গতকাল শনিবার সকাল ৯টা থেকে এ রুটে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে কক্সবাজার-গোরকঘাটা রুটে ট্রলার চলাচল অব্যাহত থাকলেও আদিনাথ মন্দিরগামী দর্শনার্থীদের ঘুরপথে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থদুটোই অপচয়...