আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে গতকাল শনিবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর কাবুল দাবি করেছে, তাদের অভিযানে ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। অন্যদিকে ইসলামাবাদ জানিয়েছে, তারা সংঘর্ষকালে আফগান সীমান্তের ১৯টি ফাঁড়ি দখলে নিয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ওই সংঘর্ষ ঘটে। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাতে দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজ রোববার এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানিয়েছে, পাকিস্তানের বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আফগান বাহিনীর হাতে এসেছে। অভিযানে ২০ জনের বেশি তালেবান সেনা হতাহত হয়েছেন। পাকিস্তান তাৎক্ষণিকভাবে তালেবান সরকারের এ দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। আজ সকালে তালেবান কর্তৃপক্ষ জানায়, তারা কুনার ও হেলমান্দ প্রদেশের সীমান্তবর্তী...