রবিবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বন্দরে অস্বাভাবিক ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে মহানগরীর একটি পাঁচতারকা হোটেলে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী নেতাদের সমন্বয় সভায় তারা এসব কথা বলেন। সমন্বয় সভায় ব্যবসায়ী নেতারা বলেন, কারো সাথে আলোচনা ছাড়া একতরফাভাবে চট্টগ্রাম বন্দরে ৪১ শতাংশ মাশুল বৃদ্ধি করা হয়েছে। কিন্ত মংলা ও পায়রা বন্দরে বাড়ানো হয়নি। বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা না করে বাড়িত মাশুল কার্যকর করার কোনো সুযোগ নেই। এ ধরনের উদ্যেগ নেওয়া হলে উপদেষ্টাদের চট্টগ্রামে আসতে বাঁধা দেওয়া হবে। চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগং চেম্বারের সাবেক সভাপতি আমির...