কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহম্মেদ বলেছেন, প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার ধরা পড়লে শতভাগ ভাল হবে। গত শনিবার দুপুরে বিকন ফার্মাসিউটিক্যালসের আয়োজনে কুমিল্লা ট্রমা সেন্টার মিলনায়তনে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় সিভিল সার্জন এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, এই স্তন ক্যান্সারে আক্রান্ত রোগী দেরি করলে স্টেজ পার হতে হতে এই হার ২২% চলে আসে। তাই আমাদেরকে সেই বিষয়ে সচেতন হতে হবে। তাছাড়া স্তন ক্যান্সারের কোনো রোগী যদি টাকার অভাবে চিকিৎসা করতে না পারে তাহলে তাকে সিভিল সার্জন অফিস থেকে আর্থিকভাবে সহায়তা করা হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে দুই দশক ধরে স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রম চালানো হলেও প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিংসেবা এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। প্রতিবছর কত নারী এই রোগে আক্রান্ত...