শিরোপার লড়াইটা যেন ঠিক জমিয়ে তুলতে পারল না খুলনার ব্যাটাররা। বিশেষ করে টপঅর্ডারে অভিজ্ঞ সৌম্য সরকার-এনামুল বিজয়রা দায়িত্ব নিতে পারলেন না। তবুও অধিনায়ক মিথুন আর অলরাউন্ডার মৃত্যুঞ্জয়ের ব্যাটে রংপুরকে দেড়শর কাছাকাছি লক্ষ্য দিয়েছে খুলনা। আজ রোববার (১২ অক্টোবর) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের পুঁজি দাঁড় করিয়েছে খুলনা। দ্বিতীয় শিরোপার জন্য রংপুরের প্রয়োজন ১৩৭ রান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই ফিরে যান ওপেনার ইমরানুজ্জামান। নাসুম আহমেদের শিকারে পরিণত হন তিনি। এরপর ভুল বোঝাবুঝির রানআউটে কাটা পড়েন এনামুল হক বিজয়। ফেরার আগে ১৫ বলে ১২ রান আসে তার ব্যাট থেকে। বিজয়ের সঙ্গে সেসময় উইকেটে থাকা ওপেনার সৌম্য সরকারও ফেরেন তার পরপরই। কচ্ছপগতির ব্যাটিংয়ে ২২ বলে...