ঢাকা: বিশ্ব আর্থ্রাইটিস দিবস আজ।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয়। আর্থ্রাইটিস বর্তমানে অত্যন্ত পরিচিত একটি গরো। জীবনযাত্রার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছে এ রোগ। সমাজের আর্থসামাজিক বোঝা হিসেবে এই রোগ দিন দিন বেড়েই চলেছে।আর্থ্রাইটিসের আক্ষরিক অর্থ হলো এটি এমন একটি রোগ, যেখানে শরীরের সব জয়েন্টে যন্ত্রণাদায়ক অনুভূতি হয়। তবে এ রোগ সম্পর্কে অসচেতনতা ও অজ্ঞতার ওপর নির্ভর করে মানুষ নানারকম ধারণার বশবর্তী হয়ে পড়ে। আর সেই ধারণাগুলো কাটিয়ে সচেতনতা বিস্তার করতেই বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব আর্থ্রাইটিস দিবস।জানা গেছে, ১৯৯৬ সাল থেকে ‘ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে’ দিবসটি ‘আর্থ্রাইটিস অ্যান্ড রিউমেটিজম ইন্টারন্যাশনাল’-এর তত্ত্বাবধানে পালিত হয়ে আসছে। আর্থ্রাইটিস সমস্যার মধ্যে অন্যতম হলো টেনিস এলবো ও কনুই সমস্যা। জয়েন্ট বা অস্থিসন্ধির ব্যথার মূল কারণ এর প্রদাহ। সঠিক পরিসংখ্যান না থাকলেও বিশ্বব্যাপী আর্থ্রাইটিস আক্রান্তের সংখ্যা কম...