বিভিন্ন দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অবস্থান নেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। পরে শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় জাতীয় পতাকা হাতে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের মতো করে দাঁড়িয়ে ছিলেন এক শিক্ষক। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আজ রবিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরিয়ে দিতে জলকামান নিক্ষেপের সময় সাদা পাঞ্জাবী-পাজামা পড়া একজন জাতীয় পতাকা হাতে নিয়ে জলকামানের সামনে দাঁড়িয়ে থাকে। আরেক আন্দোলনকারীও তার পাশে হাত মেলে দাঁড়িয়ে যায়। এ সময় এক পুলিশ সদস্য তাকে সরিয়ে নিয়ে যায়। জানা গেছে, ২০ শতাংশ বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা মেডিকেল...