আফগানিস্তানে সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের না রাখা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বিষয়টিকে ‘কারিগরি সমস্যা’ বলে উল্লেখ করেছেন। রোববার (১২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর প্রেস কনফারেন্সে কোনও নারী সাংবাদিক না থাকায় ভারতে বড় বিতর্কের সূত্রপাত হয়। ভারতীয় বিরোধী দল বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য এবং নারীদের প্রতি অপমান’ বলে অভিহিত করেছে। সংবাদ সম্মেলন বিতর্ক শুরু হওয়ার দুই দিন পর রোববার (১২ অক্টোবর) আফগানিস্তান দূতাবাসে আরেকটি সংবাদ সম্মেলনে আফগান মন্ত্রী বলেন, ‘একটি সংক্ষিপ্ত নোটিশে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছিল। সংবাদ সম্মেলনে আমন্ত্রিত সাংবাদিকদের একটি সংক্ষিপ্ত তালিকা ছিল। এটি একটি কারিগরি সমস্যা ছিল, তবে অন্য কোনও সমস্যা ছিল না। আমাদের সহকর্মীরা একটি নির্দিষ্ট তালিকার সাংবাদিকদের কাছে আমন্ত্রণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এর বাইরে অন্য...