ডিসেম্বরের মধ্যে নিউমুরিং-পানগাও-লালদিয়াসহ তিনটি কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন সচিব। এছাড়া, কোনো অবস্থাতেই বন্দরের পণ্য উঠা-নামায় বাড়তি ৪১ শতাংশ মাশুল কমানো হবে না। রোববার রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এসময় জাহাজ আমদানি ও বিক্রিতে সরকারের নিয়ম সহজ করার তাগিদ দেন উদ্যোক্তারা। আধুনিক অবকাঠামো, দক্ষ জনবল ও সঠিক নিয়ম নীতির কারনে শ্রীলঙ্কা, সিঙ্গাপুরসহ আধুনিক বন্দরগুলো একদিনে পণ্য খালাস করলেও, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস হতে গড়ে তিন থেকে চার দিন সময় লাগে। অনেক সময় দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত সময় ব্যয় হয় পণ্য খালাসে। এমন পরিস্থিতিতে গড়ে ৪১ শতাংশ মাশুল বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সমুদ্রগামী জাহাজ শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, জাহাজের সংখ্যা বাড়লে দেশে...