রাজধানীর গুলশান ও বনানীর ৫টি সিসা বারে যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাপিডএ্যাকশনব্যাটালিয়ন(র্যাব)। অভিযানে বিদেশি মদ, বিয়ার, অবৈধসিসাওসিসা তৈরিরসরঞ্জামসহ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মো.মাসুমবিল্লা,মো.রাব্বি,মো.জুলহাস,রিজোয়ানরোজারীও,নাছিরউদ্দিনও নয়নহোসেন। শনিবার রাতে ডিএনসিরঢাকামেট্রো.উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলাকার্যালয় এবং র্যাব-১ এর ২২(বাইশ)জনসদস্যসহ৩টি রেইডিংটিমএ অভিযান পরিচালনা করে। রবিবার বিকালে ডিএনসিরঢাকামেট্রো.উত্তরকার্যালয়ের উপপরিচালক শামীমআহম্মেদএসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপনসংবাদেরভিত্তিতেগতকাল...