গবেষক সমুদ্র পাল জানিয়েছেন, যেসব তরুণের শরীরে নির্দিষ্ট ধরনের জেনেটিক মিউটেশন রয়েছে, তাদের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা আরও বেশি। অংশগ্রহণকারীদের জীবনধারা, খাদ্যাভ্যাস, আসক্তি ও জেনেটিক গঠন বিশ্লেষণ করেই এই ফলাফল পাওয়া গেছে। বিপদ এড়াতে করণীয়বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি ব্যবহার জরুরি হলেও সচেতনতা আরো বেশি জরুরি। এই ঝুঁকি কমাতে কিছু অভ্যাস গড়ে তোলা প্রয়োজন: মোবাইল পকেটে না রাখা: মোবাইল দীর্ঘ সময় পকেটে না রেখে ব্যাগে বা টেবিলের ওপর রাখা। সুষম জীবনযাত্রা: সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা এবং নিয়মিত ব্যায়াম করার অভ্যাস গড়ে তুললে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।আজকের প্রযুক্তি-নির্ভর ব্যস্ত জীবনে মোবাইল ফোন ছাড়া এক মুহূর্তও চলে না। অফিসে, পথে কিংবা বাড়িতে অবসরে সারাদিন হাতে বা পকেটে মোবাইল রাখা এখন অভ্যাসে পরিণত। কিন্তু জানেন কি, এই অভ্যাসই হতে পারে ভবিষ্যতের প্রজনন সমস্যার বড় কারণ?...