গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। গাজীপুর-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। শনিবার (১২ অক্টোবর) সকালে তিনি শহীদ শাকিল পারভেজের টঙ্গীস্থ বাসভবনে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে শহীদের বাবা আবেগাপ্লুত হয়ে পুত্রের স্মৃতিচারণ করেন এবং ড. হাফিজুর রহমানের প্রার্থী হওয়ার খবর শুনে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি ড. হাফিজুর রহমানের সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া করেন। ড. হাফিজুর রহমান বলেন, “আমরা শহীদদের স্বপ্ন ব্যর্থ হতে দেব না। তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে বিদেশের আয়েশী জীবন ত্যাগ করেছি। আপনাদের দোয়া ও সহযোগিতায় নিরাপদ, সন্ত্রাসমুক্ত ও বসবাসযোগ্য টঙ্গী-গাছা জনপদ গড়তে চাই ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, “শহীদ শাকিল...