বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত মোহাম্মদ আকতার কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজু-আমতলী বিওপির একজন নায়েক।রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।বিজিবি সূত্র জানায়, কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বাইশফাঁড়ি সীমান্তে বিজিবির একটি টহল দল ৪০ ও ৪১ নম্বর পিলারের মাঝামাঝি অবস্থানে গেলে হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আকতারের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।বিজিবির অন্যান্য সদস্যরা দ্রুত আহত সহকর্মীকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (রামু) পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।নতুন বউ নিয়ে ঘরে প্রবেশের পরই ডাকাতের হানা, স্বর্ণালংকার লুটনাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয়...