পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে রবিবার (১২ অক্টোবর) পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নিষিদ্ধ পলিথিন, অবৈধ ইটভাটা, কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। নাটোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বগুড়ার শিবগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকের নেতৃত্বে অবৈধ ইটভাটা-বিরোধী অভিযানে মেসার্স এলাহী বক্স ইটভাটাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়। চট্টগ্রামের লোহাগাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেনের নেতৃত্বে দুটি অভিযান পরিচালিত হয়। মহাসড়কে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযানে ৪টি হর্ন জব্দ ও ৪ হাজার টাকা জরিমানা আদায় করা...