ঢাকা: শনিবার মধ্যরাত থেকে শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত চলমান দু'পক্ষের সংঘর্ষে গোলাবর্ষণ ও ভারী অস্ত্রের ব্যবহার হয়। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, পাকিস্তানি বাহিনী সীমান্ত এলাকায় "বিনা উসকানিতে" গুলি চালানো শুরু করলে আফগান বাহিনী পাল্টা প্রতিরোধে নামে।আফগান পক্ষের দাবি অনুযায়ী, সীমান্তে রাতভর চলা সংঘর্ষে আফগান বাহিনীর ২৩ জন সেনা নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। সকালে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, পাকিস্তানের বিরুদ্ধে চালানো পাল্টা হামলায় আফগান বাহিনী ৫৮ জন পাক সেনাকে হত্যা করেছে। তবে এ ঘটনায় আফগানিস্তানেরও ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি জানান, সংঘর্ষে তাদের ৯ জন সেনা প্রাণ হারিয়েছেন। সংঘর্ষের সময় উভয় পক্ষই ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।এদিকে পাকিস্তানের সেনাবাহিনী পাল্টা দাবি করেছে, সীমান্তে চালানো অভিযানে আফগান তালেবান ও...