দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) বড় এক মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ৩ হাজার রান পার করেছেন তিনি। প্রথম পাকিস্তানি এবং সামগ্রিকভাবে অষ্টম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন বাবর। ৩৭তম টেস্টে এসে বাবর এই মাইলফলক স্পর্শ করেন। ইতোমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপে আছে তার ১৮টি হাফসেঞ্চুরি ও ৮টি সেঞ্চুরি। ৩ হাজারের বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় বাবরের সঙ্গে আছেন তিন ইংলিশ ব্যাটার—জ্যাক ক্রলি (৩ হাজার ৪১), বেন স্টোকস (৩ হাজার ৬১৬) ও জো রুট (৬ হাজার ৮০)। এর মধ্যে রুটের দখলেই রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ড। বাবরের মাইফলকের দিনে গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ভালো অবস্থানে রয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩১৩ রান...