পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছিল। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ হলো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় পেরির ব্যক্তিগত ইয়টে একে অপরকে চুম্বন করতে দেখা গেছে—এমন ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই দৃশ্য প্রকাশ্যে আসার আগে শোনা যাচ্ছিল, কেটি ও ট্রুডো নাকি একে অপরের থেকে কিছুটা দূরে সরে গেছেন। প্রতিবেদনে বলা হয়েছিল, মন্ট্রিয়লে তাদের ডিনার ডেটের পর অতিরিক্ত মিডিয়া মনোযোগে কিছুটা ‘অস্বস্তি’ বোধ করছিলেন ট্রুডো। তবে নতুন এই ছবিগুলো বলছে উল্টো কথা—দু’জনই এখনও আরও ঘনিষ্ঠ। ভাইরাল ছবিতে দেখা যায়, সাঁতারের পোশাকে কেটি পেরি চুম্বন করছেন শার্টবিহীন জাস্টিন ট্রুডোকে। ইয়টে বসেই তারা একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। আরেকটি ছবিতে দেখা যায়, পেরিকে আলিঙ্গন করছেন ট্রুডো, এমনকি তার গালে আদরও করছেন।এক...