সু শাসন ও মানবাধিকার উন্নয়নে সকলকে কাজ করার আহ্বান জানিয়ে ১১ অক্টোবর ২০২৫ সংগঠনের তিনযুগ পূর্তিতে কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে আলোচনা করেন,হোসাইনিয়া পাকদরবার শরীফ। হযরত শাহকালা (রঃ) দরগাহ শরীফ এর সার্বিক সমন্বয়ে সিলেট বিভাগীয় সমন্বয়ক আজমল আলী শাহ’র ফুলেল সংবর্ধনায় জিকির মিলাদ ও বিশেষ দোয়া করা হয়। আইনশৃঙ্খলা ও সমাজ উন্নয়নে পুলিশসহ ১৭৮ ব্যাক্তিকে গুণী জন সম্মাননা দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত। তিনি বলেন,সু শাসনের যুগে বাঙ্গালীর নতুন রুপে আত্মপ্রকাশ হওয়ায় জবাব দিতে সবাই প্রস্তুত হোন, সময়ে আপনার চেতনা জাগ্রত করুন, নির্বাচিত জনপ্রতিনিধি তৈরীতে ভূমিকা রাখতে আহবান জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন আজমল আলী শাহ, বীরমুক্তিযোদ্ধা এম এ কাদের মন্ডল। ডা নাজনীন আহমেদ, মোঃ...