সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫-দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখা। ১২ অক্টোবর রোববার দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ে এসে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়। এসময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে প্রেরিত স্মারকলিপি সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমের হাতে তুলে দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান সহ নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১...