ময়মনসিংহ:শ্রমিক গ্রেপ্তার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের চার জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে।অনির্দিষ্টকালের এ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন, কিন্তু বাস না চলায় বিকল্প ব্যবস্থা খুঁজে ফিরছেন তারা। অনেকেই ভোরে বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বেশি ভোগান্তির মধ্যে পড়েছে অফিসগামী বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী যাত্রীরা। সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার থাকায় অনেকেই বৃহস্পতিবার বাড়ি আসেন ছুটি কাটাতে। রোববার অফিস করবেন তাই সকালে এসে বাস না ভোগান্তির মধ্যে পড়েছেন। এছাড়া, অনেকেই ঢাকায় বিভিন্ন পরীক্ষা ও চাকরির ইন্টারভিউ দিতে যাওয়া লোকজনকে চরম ভোগান্তির স্কীকার হন।রোববার (১২ অক্টোবর) ভোর ৬টা থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাসও।পুলিশ জানায়, হালুয়াঘাটের জুলাইযোদ্ধা আবু রায়হান শুক্রবার রাতে...