১২ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম ব্র্যাক ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত দ্য রাইট অনারেবল দ্য ব্যারোনেস উইন্টারটন অফ ডনক্যাস্টার, ডিবিই। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে তাকে স্বাগত জানান ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারপারসন তামারা হাসান আবেদ এবং ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লিডারশিপ টিমের সদস্যবৃন্দ। ব্র্যাক ইউনিভার্সিটিতে দ্য রাইট অনারেবল দ্য ব্যারোনেস উইন্টারটন অব ডনক্যাস্টার, ডিবিই এর সফরসঙ্গী ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক; ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বসসহ ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ। সফরকালে ব্রিটিশ বানিজ্য দূত ব্র্যাক ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন। পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী অবকাঠামোতে নির্মিত এই ক্যাম্পাস আধুনিক শিক্ষার সুযোগ ও পরিবেশ সচেতনতার একটি অনন্য উদাহরণ। বিশ্ববিদ্যালয়...