ঢাকা:প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সততা ও নৈতিকতা ধারণ করার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। তিনি বলেন, আপনারা একটি নতুন যাত্রা শুরু করেছেন রাষ্ট্রের সেবায়, জনগণের কল্যাণে, দায়িত্ব ও কর্তব্যের পথে।এ পথ সহজ নয়, কিন্তু সম্মানজনক ও গৌরবময়। প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে আপনাদের প্রধান দায়িত্ব হবে দক্ষতা, নৈতিকতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা। জনগণের সেবা মূল লক্ষ্য। আপনারা দেশের ভবিষ্যৎ প্রশাসনের চালিকা শক্তি। সবার আগে দেশ প্রেম, এটা প্রতিটি ক্ষেত্রে মনে রাখতে হবে। রোবববার (১২ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন। ২২ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সিনিয়র সচিব বলেন, জনগণের প্রতি জবাবদিহিতা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা...