নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তাদের প্রত্যাশিত প্রতীক না দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমাদের নির্ধারিত তালিকায় এনসিপির দাবি করা প্রতীকটি না থাকায় কমিশন সেটি দিতে পারেনি।’ তবে কমিশন চাইলে প্রতীক কমাতে ও বাড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।রোববার নগরের সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের আইনশৃঙ্খলাবাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।সিইসি বলেন, ‘যখন কোনো দল নিবন্ধিত হয়, তখন তাকে আমাদের নির্ধারিত প্রতীকের তালিকা থেকেই একটি প্রতীক নিতে হয়। এনসিপি যেটি চেয়েছিল, সেটা তালিকাভুক্ত ছিল না। এজন্য আমরা সেটি দিতে পারিনি।’প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নির্বাচন কমিশন যে তালিকা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেয়, সেটির বাইরে কোনো প্রতীক দেওয়ার বিধান নেই। আমরা কখনও তালিকার বাইরে...