পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে তীব্র সংঘর্ষে আফগানিস্তানের দুই শতাধিক তালেবান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এর আগে পাকিস্তানের ৫৮ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের তালেবান বাহিনী শনিবার (১১ অক্টোবর) দিনগত রাতে তাদের সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ শুরু করে। তারা এই হামলাকে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ‘কাবুলে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলার প্রতিশোধ’ বলে অভিহিত করেছে। ইসলামাবাদ যদিও সরাসরি হামলার দায় স্বীকার করেনি, তবে বারবার বলেছে, আফগান মাটি থেকে পরিচালিত জঙ্গিবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে। সংঘর্ষে হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষই ভিন্ন ভিন্ন দাবি করেছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রোববার (১২ অক্টোবর) বলেছেন, সংঘর্ষে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। অন্যদিকে...