জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম অ্যাপে আসছে নতুন ডিজাইন। এখন থেকে ব্যবহারকারীরা পাবেন রিলস ও ডিএম-এর জন্য আলাদা ট্যাব। প্ল্যাটফর্মটির প্রধান অ্যাডাম মসেরি বলেছেন, পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারী এখন এই নতুন মেনুবারের অভিজ্ঞতা নিতে পারবেন। নতুন এই ডিজাইনে ইনস্টাগ্রামের বর্তমান ট্যাব- ফিড, সার্চ, পোস্ট তৈরি, রিলস এবং প্রোফাইল এগুলোর বিন্যাস পুরোপুরি বদলে যাবে। এখানে সার্চ ও রিলস ট্যাবের অবস্থান অদলবদল করা হয়েছে আর নতুন পোস্ট তৈরির জায়গায় এসেছে ডিএমস ট্যাব। ব্যবহারকারীরা চাইলে ট্যাবগুলোর মধ্যে সোয়াইপ করে সহজেই চলাচল করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট। মসেরি বলছেন, এমন পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগবে তাই এখনই এটি ঐচ্ছিকভাবে চালু করা হচ্ছে। তবে সাম্প্রতিক ঘোষণাগুলো থেকে বোঝা যায়, মেটা অনেক দিন ধরেই এ দিকে অগ্রসর হচ্ছে। উদাহরণ হিসেবে, সম্প্রতি ইনস্টাগ্রামের আইপ্যাড সংস্করণে...