দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টা থেকে রবিবার (১২ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এ সময়ের মধ্যে ৯৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৩০ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৫৫৯ জন। রবিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, অক্টোবরে এখন পর্যন্ত ৭ হাজার ২১৭ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩২ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৮৮৯ জন, বাকি ১ হাজার ৬৫৭ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।...