ঢালিউডের জনপ্রিয় 'বেদের মেয়ে জ্যোৎস্না'খ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন ভালো নেই। বর্তমানে লন্ডনে হার্লি স্ট্রিট ক্লিনিকে ব্রেন টিউমারে চিকিৎসাধীন। তার বর্তমান শারীরিক অবস্থা খুব একটা ভালো না, যা ইতোমধ্যে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার জামাতা আরিফুল ইসলাম। চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে ভক্তদের পাশাপাশি রীতিমতো উদ্বিগ্ন দেশের চলচ্চিত্র মহল। নায়িকা রোজিনাও তার ব্যতিক্রম নন। আগে থেকেই জানতেন ইলিয়াসের ব্রেন টিউমারের বিষয়টি। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেত্রী রোজিনা। লন্ডনের হাসপাতালে দেখতে গিয়ে অভিনেতার অসুস্থতায় এ প্রার্থনা করেন তিনি। ঢালিউডের সোনালি যুগের অভিনেতাকে দেখতে গিয়ে রোজিনা বলেন, তিনি লন্ডনেই ছিলেন এবং পরে কানাডায় চলে যান; আর অভিনেতার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন। সেপ্টেম্বরের মাঝামাঝিতে রোজিনা কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। রোজিনা বলেন, কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে তাকে দৃঢ়...