আর টিভিতে ধারাবাহিক নাটক: ঘুরিতেছে পাংঙ্খা, রচনা ও পরিচালনা: হিমু আকরাম। অভিনয়ে: আ খ ম হাসান, মৌসুমী হামিদ, রাশেদ সীমান্ত, সাদ্দাম মাল, আরফান আহমেদ, রোজী সিদ্দীকী, মায়মুনা মম, ফারুক আহমেদ প্রমুখ। সংক্ষেপে গল্প ঃ চন্দনা গ্রামের মানুষজন বেশির ভাগই অস্থির প্রকৃতির। কেউ এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারে না। কথায় কথায় রাগ উঠে, কথায় কথায় ঝগড়া লেগে যায়। যেন বৈদ্যুতিক পাংঙ্খার মতো। নিরন্তর ঘুরে যাচ্ছে সব মানুষ, সব গল্প।এই গ্রামের তিন বন্ধু বাবুল, মোহন আর বাচ্চু মিলে খুলেছে একটা ডিস সংযোগের ছোট কোম্পানির নাম দিয়েছে “পাংঙ্খা”। ব্যবসার শুরুটা ছোট হলেও তারা স্বপ্ন দেখে বড় হবার। বাচ্চু, সবার কাছে পরিচিত “ইঞ্জিনিয়ার বাচ্চু” নামে। সব কিছু ঠিক করতে পারে সে। টিভি, মোবাইল, ঘড়ি, টিউবওয়েল, এমনকি নসিমন পর্যন্ত সারিয়ে ফেলে চোখের পলকে। অথচ...