পানি নিষ্কাশন পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের ৮টি গ্রামের শত শত কৃষকের উঠতি আমন ফসল ক্ষতির মুখে পড়েছে। এ ঘটনায় গ্রামগুলোর ভুক্তভোগী কৃষকরা জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানা গেছে, গাইবান্ধা পৌর এলাকার কলেজপাড়া থেকে বোয়ালী ইউনিয়নের হরিপুর গ্রাম পর্যন্ত প্রায় ৬ কিলোমিটারব্যাপী একটি নালা রয়েছে। এই নালা দিয়ে রাধাকৃষ্ণপুর, হরিপুর, পশ্চিম বাটিকামারী, ভাটপাড়া গোপালপুর, তিনগাছেরতল, তরফকাল ও ভেলাকোপা গ্রামের শত শত বিঘা জমির পানি নিষ্কাশন হয়ে থাকে। কিন্তু রাধাকৃষ্ণপুর ও হরিপুর গ্রামের মতিয়ার, আসাদুজ্জামান রনি, আব্দুল কাদের, রফিকুল ইসলাম, হামিদুল ইসলাম, মুন্সি, মজিবর রহমান, বেলাল ও জসিমসহ কিছু স্বার্থান্বেষী ব্যক্তি নালায় আইল দিয়ে পানি প্রবাহের পথ বন্ধ করে মাছ শিকার করে থাকে। পানি প্রবাহের স্বাভাবিক পথ...