১২ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ পিএম কাশ্মীর প্রসঙ্গে ভারত-আফগানিস্তান যৌথ বিবৃতি নিয়ে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। এতে ক্ষুব্ধ হয়েছে কাশ্মিরিরাও। যৌথ বিবৃতির একটি অংশে জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে পাকিস্তান তীব্র আপত্তি জানিয়েছে এবং ইসলামাবাদে আফগান রাষ্ট্রদূতকে তলব করেছে। অন্যদিকে, ভারত-আফগানিস্তানের যৌথ বিবৃতিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। আইন বিশেষজ্ঞরা নয়াদিল্লিতে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে যৌথ বিবৃতিতে জাতিসংঘের স্বীকৃত বিরোধপূর্ণ অঞ্চল জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরার ভারতীয় প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এটিকে ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক এবং কাশ্মীর সম্পর্কিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতি...