শনিবার (১১ই অক্টোবর) পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘটিত নতুন সংঘর্ষের পর দুই দেশই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। দুই পক্ষই নিজেদের কর্মকাণ্ডকে ‘প্রতিরোধমূলক’ বা ‘প্রত্যাঘাতমূলক’ বলে দাবি করছে। পাকিস্তান নিরাপত্তা সূত্র জানাচ্ছে, আফগান বাহিনী অপ্রত্যাশিতভাবে হামলা চালিয়েছে আঙ্গুর আড্ডা, বাজুর, কুর্রাম, চিত্রাল, দির এবং বারামচা পোস্টে। পাকিস্তান সেনারা বলেছে, আফগান হামলার উদ্দেশ্য ছিল পাকিস্তানের ভূখণ্ডে খাওয়ারিজ (Khawarij) সশস্ত্র গোষ্ঠীর প্রবেশকে সাহায্য করা। এই হামলার জবাবে পাকিস্তান সেনারা ডুরান মেলা, তুর্কমানজাই এবং শাহিদান পোস্টে পাল্টা অভিযান চালায়। নিরাপত্তা সূত্র জানাচ্ছে, পাল্টা হামলায় আফগান বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর উল্লেখযোগ্য ক্ষতি হয়। পাকিস্তান সেনারা আফগানিস্তানের কিছু পোস্ট দখল করে, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেছে। অভিযানে ট্যাঙ্ক, আর্টিলারি, হালকা ও ভারী অস্ত্র, বিমান এবং ড্রোন ব্যবহার করা হয়। পাকিস্তান সেনারা বলেছে, এই অভিযান শুধুমাত্র...