হলিউডের জনপ্রিয় গায়িকা কেটি পেরির সঙ্গে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অন্তরঙ্গ ছবি ফাঁস হয়েছে। একটি প্রমোদতরীতে (ইয়টে) তাদের দুজনকে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে।শনিবার (১১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের বরাতে ন্যাশনাল পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জনপ্রিয় মার্কিন পপ তারকা কেটি পেরির ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। ক্যালিফোর্নিয়ার উপকূলে পেরির ব্যক্তিগত ইয়টে তাদের চুম্বন ও আলিঙ্গনের দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে।ছবিতে দেখা যায়, কেটি পেরি কালো সাঁতারের পোশাকে এবং ট্রুডো শার্টবিহীন, জিন্স ও সানগ্লাস পরিহিত অবস্থায় একে অপরকে আলিঙ্গন করছেন। ক্যারাভেলে নামের একটি ইয়টে তাদের দেখা গেছে। একটি টুরিস্ট বোট থেকে তাদের ছবি তোলা হয়েছে।ছবি তোলা পর্যটক সংবাদমাধ্যমকে বলেন, তাদের বোটটি আমাদের তিমি দেখার বোটের পাশে এসে থামল, তারপরই তারা চুমু...