বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমল কুমার সরকারের বিরুদ্ধে টাইফয়েড টিকার রেজিস্ট্রেশনের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।গতকাল সকালে স্বাস্থ্য সহকারী টাইফয়েড টিকা দিতে গেলে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের নিকট থেকে টাকা উত্তোলন করেন। স্কুল সূত্রে জানা যায়, ৩১১ জন শিক্ষার্থীর মধ্যে ২২৫ জন টিকা দিয়েছে। অভিভাবক ও স্থানীয় সূত্রে অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশনের জন্য প্রত্যেকের নিকট থেকে ২০ টাকা করে আদায় করা হয়েছে। বাধ্য হয়ে শিক্ষার্থীরা এই অর্থ প্রদান করেছে। অথচ সরকারিভাবে এই টিকা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে টাকা ও টিকা কোনোটাই নেয়নি। আবু সায়েম ও মোর্শেদ বলেন, সরকার যেখানে বিনামূল্যে টিকা দিচ্ছে, সেখানে রেজিস্ট্রেশনের নামে টাকা নেওয়া অনৈতিক।...