চট্টগ্রাম:রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার পশ্চিম কোদালা গ্রামের কৃষক দিদার আলম (২৮) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম জেলা। পিবিআই চট্টগ্রাম জেলা সূত্রে জানা যায়, রাঙামাটির জেলার চন্দ্রঘোনা থানার মামলা নম্বর–০১, (তারিখ ২৭ জুলাই ২০২৫), ধারা ৩৬৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড অনুযায়ী মামলা দায়েরের পর আদালতের আদেশে মামলাটির তদন্তভার পিবিআই, চট্টগ্রাম জেলায় হস্তান্তর করা হয়।নিহত দিদার আলমের স্ত্রী কহিনুর আক্তার (২৭) এর সঙ্গে স্বামীর বন্ধু আব্দুল খালেক এবং একই গ্রামের হানজালা নামে দুজনের পরকীয়ার সম্পর্ক ছিল। দিদার আলম বিষয়টি টের পেয়ে প্রতিবাদ করলে কহিনুর তার প্রেমিক হানজালাকে নিয়ে স্বামীকে হত্যার পরিকল্পনা করে। পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে প্রথমে কহিনুর ও খালেককে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের অনুমতিতে রিমান্ডে...