মো. আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি:ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর জেলা পর্যায়ের কোয়ার্টার ফাইনালে শার্শা উপজেলার একমাত্র প্রতিনিধিত্বকারী বারোপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয় মুনশি মেহেরুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়-এর সঙ্গে। শনিবার (১২ অক্টোবর) যশোর উপশহর ফুটবল মাঠে অনুষ্ঠিত এ খেলায় নিয়ম বহির্ভূত খেলোয়াড় খেলানোর অভিযোগে বারোপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয়। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। ছাত্রজীবন থেকেই খেলাধুলার প্রতি গভীর অনুরাগী এই ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব নাড়ির টানে শার্শার তরুণ ফুটবলারদের খেলতে দেখতে আসেন। তিনি খেলোয়াড়দের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এবং খেলাধুলার মান উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তৃপ্তি বলেন, “তারেক রহমানের দিকনির্দেশনায় আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে দেশব্যাপী খেলাধুলার প্রসার ঘটানো...