গাইবান্ধায় হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাব্বিরসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১২ অক্টোবর) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর আলম এই নির্দেশ দেন। মোসাব্বির সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়া কারাপ্রাপ্তরা হলেন-সুলভ মিয়া খাজা, শাহআলম ও লিটন মিয়া। এ বিষয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার হাফিজুর রহমান জানান, রবিবার মামলার চার্জশিট শুনানির দিন ধার্য্য ছিল। মোট ১৬ জন আসামির মধ্যে ১৪ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত ইউপি চেয়ারম্যান মোসাব্বিসহ চারজনেরজামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০২১ সালের ১৭ জুন গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে...